ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ছুটি ঘোষণা

প্রকাশিত : ২০:১৬, ১০ মে ২০১৯

পবিত্র রমজান, গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, শব-ই-ক্বদর, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ৩৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ১২ মে (রোববার) থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান জানান, গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, পবিত্র রমজান, শব-ই-ক্বদর, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় (জাককানইবি) আগামী আগামী ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত ।

উল্লেখ্য, নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে ১০ ও ১১ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্যাম্পাস বন্ধ হচ্ছে দুইদিন আগেই। একইভাবে ১৪ ও ১৫ জুন যথাক্রমে (শুক্র ও শনিবার) হওয়ায় বিশ্ববিদ্যালয় চালু হবে ১৬ জুন (রোববার)। সর্বমোট ৩৭ দিনের দীর্ঘ ছুটি পাবে শিক্ষার্থীরা।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি