ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত : ২২:২১, ১০ মে ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় সঙ্গীত ও বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রাশুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ৯ মে জাতীয় সংসদে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন’ পাস হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হচ্ছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি