ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আটকে গেল গবি শিক্ষক-কর্মকর্তাদের বেতন

প্রকাশিত : ২০:২৫, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

গণ বিশ্ববিদ্যালয়ে বৈধ উপাচার্য নিয়োগের দাবিতে অচলাবস্থা বিরাজ, শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং যথাসময়ে সেমিস্টার ফি প্রদান থেকে বিরত থাকায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থার অবনতি ঘটেছে। যার ফলে শিক্ষক-কর্মকর্তাদের চলতি মাসের বেতন প্রদান করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। রোববার রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

এদিকে, রমজান মাস এবং সামনে ঈদ থাকায় বেতন বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকতাবৃন্দ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, `শিক্ষার্থীরা তো প্রতি মাসে মাসে টাকা দেয় না, তারা প্রতি ছয় মাস অন্তর টাকা জমা দেয়। এখন এক মাসের আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের বেতন আটকে দেওয়ার কোনো যৌক্তিকতা দেখছি না।`

এদিকে বেতন বন্ধের জন্য আন্দোলনকারীদের দায়ী করা হলে,গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক শেখ রনি বলেন, ‘শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন না আটকানোর জন্য স্মারকলিপি দিয়েছিলাম। আর এখন সেমিস্টার ফি দেওয়ার কোন সময়ই না। ভিত্তিহীনভাবে আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের বেতন বন্ধ করা হয়েছে।`

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করায় গত ৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি