জাবি শিক্ষার্থীর ভাইয়ের লাশ আনতে পারছে না টাকার অভাবে
প্রকাশিত : ২২:১৫, ১২ মে ২০১৯ | আপডেট: ২৩:০৮, ১২ মে ২০১৯
(ফাইল ফটো)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী সাইমুম ইসলাম। যার বাবা দুই বছর ধরে কিডনির জটিল রোগে ভুগছিলেন। বাবার চিকিৎসা চলছিলো টেনেটুনে কোন রকম। এর মধ্যেই হঠাৎ বড় ভাইয়ের ব্রেইনে দুরারোগ্য লিম্ফোমা ক্যান্সার ধরা পড়লো। যিনিই ছিলেন, পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম।
সেই ভাই ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে থেমে যায় সব। পরিবারের সামর্থ না থাকলেও সবার সহযোগিতা নিয়ে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ভারতের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। সব কিছু উপেক্ষা করে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি।
তাকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কিন্তু সর্বশান্ত পরিবার তার চিকিৎসায় সব হারিয়ে এখন নিস্ব প্রায়। ভাইয়ের লাশ হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতে প্রায় ছয় লক্ষ টাকার প্রয়োজন। সবমিলিয়ে দুই লক্ষ টাকা জোগাড় করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে এখনো প্রায় চার লক্ষ টাকা প্রয়োজন। যা জোগাড় করতে পারলেই ভাইকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
#সাহায্য পাঠানোর ঠিকানা
যোগাযোগ:
01731891415 (আশিক, গণিত বিভাগ, জাবি-৪৩)
01777189831 ( লুতফর,,জাবি,পরিবেশ বিজ্ঞান- ৪৪)
01798450224 (তামিম,,জাবি ,পদার্থ বিজ্ঞান-৪৪)
#বিকাশ :
01789281447 ( হিমু, পরিবেশ বিজ্ঞান -৪৪)
01725122390 ( সেতু, বাংলা-৪৫)
#রকেট:
017318914150 ( আশিক)
017771898313 ( লুতফর)
017291750967 ( ফজলে রাব্বি)
#ব্যাংক অ্যাকাউন্ট:
0200010471553
মো. লুতফর রহমান
অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
এনএম/
আরও পড়ুন