ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ইফতার

প্রকাশিত : ১৮:২৪, ২৪ মে ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ইফতার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের হলরুমে বিভাগের উদ্যাগে এই ইফতারের আয়োজন করা হয়।

বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার খান নোবেলের সঞ্চালনায়ে এতে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম,আলি আহসান, অর্ণব বিশ্বাস ও মাহমুদুল হাসান রাহাতসহ বিভাগের শিক্ষার্থীরা। ইফতারের পূর্বে মোনাজাত করেন বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান।

ইফতার অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা বলেন, সাম্প্রদায়িক বন্ধন আমাদের বিভাগ তথা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। ধৈর্য ধারণ ও সহযোগিতা এই দুইটাই শব্দ আমরা রমজানে ধারণ করতে পারি। আর রমজানে প্রতিযোগিতায় নয় সহযোগিতায় একে অন্যের পাশে থাকবো এই শিক্ষাই আমরা এগিয়ে যাবো।

তারা আরও বলেন,এমন অনুষ্ঠানের আয়োজন যেন বিভাগে সবসময় অব্যাহত থাকে। ইফতারের আগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি