ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আড়াই মাস পর প্রাণ ফিরেছে গণ বিশ্ববিদ্যালয়ে

প্রকাশিত : ১৭:৪২, ১৫ জুন ২০১৯

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সন্তোষ্টজনক হওয়ায় টানা ৬৮ দিনের আন্দোলন শেষে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় ফিরেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই শিক্ষার্থীদের প্রদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস।

জানা যায়, সকল বিভাগেই নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিন পরে ক্লাসে ফিরতে পেরে প্রণোচ্ছল শিক্ষার্থীরাও। অস্থিতিশীলতা শেষ হয়ে গতি ফিরেছে একাডেমিক ও প্রশাসনিক পর্যায়ে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহম্মেদ বলেন, অনেক দিন পর আজ ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সবাই নিয়মিত ক্লাসে ফিরেছেন, পুরো ক্যাম্পাসে প্রাণ ফিরেছে। আমি নিজেও অনেক আনন্দ বোধ করছি।

এমএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি