ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৮:১৯, ১৫ জুন ২০১৯

গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়টির ক্যালেন্ডার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এদিকে শিক্ষার্থীদের চিন্তা বিবেচনা করে গত ১৪ জুন থেকে খুলে দেওয়া হয় ৪ টি আবাসিক হল। সে দিন থেকেই হলে ফিরতে শুরু করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটিতে গত ০৫ মে থেকে ১৩ জুন পর্যন্ত ক্লাস বন্ধ ছিল। তবে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় কারনে রোববার থেকেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম। সেই সাথে একই দিন শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি