ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তীব্র তাপদাহে অতিষ্ঠ ইবি ক্যাম্পাস

প্রকাশিত : ০০:০৭, ২৭ জুন ২০১৯

প্রকৃতিতে চলছে এখন আষাঢ়। এই সময় আষাঢ়ে নেই মেঘের ঘনঘটা। অঝোর ধারার বৃষ্টিতে যেখানে টইটম্বুর হওয়ার কথা সেখানে প্রকৃতিতে এখন তীব্র গরমের আধিপত্য। কখনো কখনো হালকা বৃষ্টি উঁকি দিলেও তাতে মেলে না প্রশান্তি। রোদের দাপটে যেন অসহায় বৃষ্টি। ফলে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ।

কবি গুরু শিলাইদহে অবস্থানকালে এমন দিনে লিখেছিলেন-

‘নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে/ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে/বাদলের ধারা ঝরে ঝরো-ঝরো/ আউষের ক্ষেত জলে ভরো-ভরো/ কালিমাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্‌চাহি রে॥

রাজধানীসহ সারাদেশে বইছে এ তাপ প্রবাহ। সূর্যের প্রখর তাপ ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। খুব বেশি প্রয়োজন ছাড়া দিনের বেলায় কাঁঠ ফাটা রোদে ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। তবে প্রয়োজনের তাগিদে প্রচণ্ড গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।

এই গরমে থেমে নেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। শহরে অবস্থান করা শিক্ষার্থীদের কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে যথাক্রমে ২০ থেকে ২৫ কিলোমিটার পাড়ি দিয়ে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এতে যেন অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন।

লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ইবিতে গরমটা একটু বেশিই। গরমের জ্বালায় কোথাও টিকতে পারছি না। হলের ট্যাপের পানিতে তো হাতই দেওয়া যাচ্ছে না। গোসল করেও স্বস্তি পাচ্ছি না। ক্লাসে ও রুমে কোথাও শান্তি নেই। সবমিলিয়ে দুর্ভোগের মধ্যে দিয়ে দিন যাচ্ছে। মনে হচ্ছে এ যেন জ্বলন্ত আগুন ও তাপ।

আগুন ঝরা রোদে দেশের প্রান্তিক জনপদে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থা একটু বেশিই দুর্ভোগের। দেশের বিভিন্ন স্থান থেকে পড়তে আসা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে হর-হমেশাই। শর্দি, কাশি, ভাইরাস জ্বর, ডাইরিয়া, এলার্জি, এপান্ডিক্সসহ গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন প্রায় শতাধিক ভাইরাস জ্বরে আক্রান্ত শিক্ষার্থী চিকিৎসা নিতে আসছেন। এর মধ্যে ভাইরাস জ্বর ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা জানালেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান ডা. নজরুল ইসলাম।

তিনি বলেন, শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় নয় সারাদেশের একই অবস্থা। এই গরমে ভাইরাস জ্বর ও ডায়রিয়া কমন রোগে পরিণত হয়েছে। যারা চিকিৎসা নিতে আসছে তাদেরকে চিকিৎসা দিচ্ছি। তবে এই গরমে কিছু নিয়ম মেনে চললে সুস্থ থাকা সম্ভব বলে জানালেন এই চিকিৎসক।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি