ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিয়োগ বাণিজ্যে জরিতদের শাস্তির দাবিতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিত : ১৭:২৫, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগ বাণিজ্যে মূল হোতাদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল করেছে তারা।

জানা যায়, ছাত্রলীগের দলীয় টেন্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রশাসন ভবন ও ডায়না চত্বর হয়ে অনুষদ ভবনের নিচে গিয়ে শেষ হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর সঙ্গে তার অফিসে দেখা করে। এসময় ছাত্রলীগ নেতারা নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষক রুহুল আমীন এবং আব্দুর রহিমসহ মূল হোতাদের স্থায়ী বরখাস্তের দাবি জানায়।

তাদের দাবির জবাবে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আশকারী বলেন,‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজ কাউকেই ছাড় দওেয়া হবে না। আজকের (শনিবার) সিন্ডিকেটে একটি দৃশ্যমান নিরোপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত পরবর্তী দোষীদের শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য,গত শুক্রবার (২৮ জুন) একটি জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বাণিজ্য সংক্রান্ত অডিও ফাঁসের সংবাদ প্রকাশিত হয়। অডিওতে একজন আবেদনকারীকে অর্থের বিনিময়ে চাকুরী দিতে ১৮ লাখ টাকার চুক্তি হয় দু’জন শিক্ষকের সঙ্গে। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে ওই বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক রুহুল আমিন ও ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রহিমেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি