ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

‘ডিজিটাইলাইজেশনের খারাপ দিক শিক্ষার্থীদের এড়িয়ে চলতে হবে’

প্রকাশিত : ২৩:১০, ১ জুলাই ২০১৯

বহু আত্মত্যাগে অর্জিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের স্বদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবিরাম ত্যাগ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তরুণ প্রজন্মকে সেই ত্যাগের মানসিকতায় গড়ে উঠতে হবে।

সোমবার সকালে রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে বিএসবি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রযুক্তির উৎকর্ষে দেশ এখন ডিজিটাল, বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। তবে ডিজিটাইলাইজেশনের খারাপ দিক শিক্ষার্থীদের এড়িয়ে চলতে হবে।

সভাপতির বক্তব্যে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন, আজকের শিক্ষার্থীকে আগামীর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার শপথেই কাজ করে যাচ্ছে বিএসবি ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশনসহ আগত অতিথিরা।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি