জাককানইবিতে নানা আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত
প্রকাশিত : ০৯:০৬, ৫ জুলাই ২০১৯ | আপডেট: ১০:৩৩, ৬ জুলাই ২০১৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী আয়োজনের গতকাল বৃহস্পতিবার ছিল সমাপনী দিন।
এদিন বিকেলে গাহি সাম্যের গান মুক্তমঞ্চে ১২০তম নজরুল জয়ন্তী ২০১৯ উপলক্ষে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক প্রফেসর ড.রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এম পি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.সৈয়দ শামসুদ্দিন আহমেদ, ময়মনসিংহ বিভাগের কমিশনার মাহমুদ হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা।
নজরুল জয়ন্তীতে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে তিন দিনব্যাপী নজরুল বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলায় বাংলাদেশের বিভিন্ন প্রকাশনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের বই স্থান পায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কবিতা চর্চার সংগঠন শব্দমঙ্গল এর নতুন প্রকাশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের লেখা বিভিন্ন কবিতা, ছোটগল্প প্রকাশিত হয়েছে। গতকাল তৃতীয় দিনে শব্দমঙ্গলের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
নজরুল জয়ন্তী উপলক্ষ্যে ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব এর উদ্যোগে নজরুল জয়ন্তী ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়েছে।
এদিকে তিনদিন ব্যাপী আয়োজনের সাংস্কৃতিক পর্বে গাহি সাম্যের গান মঞ্চে কবি নজরুলের গান, কবিতা নিয়ে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে ভারত থেকে আগত শিল্পীদের পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।
আজ প্রতিদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে নজরুল গবেষকদের নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন