ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাবিতে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু কাল

প্রকাশিত : ২০:১৬, ৬ জুলাই ২০১৯ | আপডেট: ২০:১৭, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে ‘একুশ শতকে দক্ষিণ এশিয়ার শাসন: চ্যালেঞ্জ এবং করনীয়’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামীকাল রোববার। দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামী সোমবার।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রোববার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সম্মেলন কক্ষে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. ফারাজানা ইসলাম। বিশেষ অতিথি কবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্র থেকে মোট ৩৬ জন গবেষক গবেষণাপত্র উপাস্থাপন করবেন। সম্মেলনের প্রথম দিন ৬ জন এবং শেষ দিন ৩০ জন গবেষক মোট ৬ টি পর্বে তাদের গবেষণাপত্র উপাস্থাপন করবেন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি