ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বর্ণালীর মৃত্যুর বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

প্রকাশিত : ২০:০৬, ৭ জুলাই ২০১৯

রাজধানীর বনশ্রীতে বর্ণালী মজুমদার নামে এক নারীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধনে অংশ নিয়ে তাঁরা এ দাবি জানান।

মানববন্ধনে বর্ণালীর চাচাতো বোন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী পূজা মজুমদার বলেন, আমার বোনের মৃত্যুর সঠিক বিচার চাই। এটা হত্যা নাকি আত্মহত্যা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বের হয়ে হয়ে আসে। পরিকল্পিত এ হত্যাকান্ডের দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি শেখ আদনান ফাহাদ বলেন,বর্ণালী মজুমদার আমাদের রাষ্ট্রের অনেক নির্যাতিত নারীর প্রতিনিধি। এই ঘটনায় পুলিশ শুধু নিহতের স্বামীর নামে মামলা নিয়েছে। আমরা আশা করবো দোষীর পরিবারকে শাস্তির আওতায় আনা হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক মৃধা মো. শিবলী নোমান, শারীরিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক এস এম সাদাত হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, রাজধানীর বনশ্রী এ-ব্লকের একটি বাসা থেকে গত ২ জুলাই রাত ১১টার দিকে অচেতন অবস্থায় বর্ণালীর স্বামী মিথুন দে রাহুল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

এনএম/কেআই

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি