মুখে কালো কাপড় বেধে রাবিতে যৌন হয়রানির প্রতিবাদ
প্রকাশিত : ১৫:১৮, ৮ জুলাই ২০১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশের পাদদেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেন।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সেখানে অবস্থান করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে বয়কট করার আহ্বান জানান।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষকের শাস্তির দাবি জানান। কর্মসূচিতে ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জুন ও ২৭ জুন ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে দুই শিক্ষার্থী উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। এরপর ২ জুলাই অভিযোগ আমলে নিয়ে ইনস্টিটিউটের সকল একাডেমিক কার্যক্রম থেকে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
এএইচ/
আরও পড়ুন