ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

প্রকাশিত : ১১:৫৯, ১০ জুলাই ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টররা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম মাহমদুদুল হক, আরবী বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক মো. সুমন হোসেন। আগামী এক বছরের জন্য এই পদে তারা দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, সহকারী প্রক্টর রওশন জাহিদ, ড. জাহিদুল ইসলাম যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও হবিবুর রহমান হলে প্রাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক সহকারী প্রক্টর নূরে আলমকে ক্লিনিক্যাল সাইকোলোজি বিভাগের সভাপতি পদে নিয়োগ দেওয়ায় নতুন এই তিন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগের চিঠি দেওয়া হয়েছে। আগামী ১১ জুলাই তারা যোগদান করবেন বলে জানান তিনি।

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি