ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবিতে বঙ্গমাতা ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত : ২২:৫৩, ১১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ১২ তম ব্যাচের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্ট-২০১৮’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হল’র খেলার মাঠে ব্যবসায় শিক্ষা অনুষদের লেভেল ৪ সেমিস্টার ২ এবং লেভেল ৩ সেমিস্টার ১ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৪/২ গোলে লেভেল ৩ এর সেমিস্টার ১ চ্যাম্পিয়ন হয়। অপরপক্ষে লেভেল ৪ সেমিস্টার ২ তাদের কিছু ভুলের কারণে ২ গোলের ব্যবধানে পরাজিত হয়ে রানার্সআপ হয়। টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করে এমবিএ। খেলায় ম্যান অফ ফাইনাল নির্বাচিত হন লেভেল ৩ সেমিস্টার ১ এর শিক্ষার্থী ফরিদ, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন সোমালিয়ার নাগরিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস সামাদ।

খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে উপচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. কুতুব উদ্দীন’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন, জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল গাফফার মিয়া, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান, ছাত্রলীগ নেতা রিয়াদ খান, ইলিয়াস দেওয়ানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।   

উল্লেখ্য, উক্ত ফুটবল টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশ গ্রহন করে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি