বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছে ইবি ছাত্রলীগ
প্রকাশিত : ১৮:২৮, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:৪৮, ১৬ জুলাই ২০১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এর আগে দীর্ঘ আট মাস বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ছিল।
সোমবার বেলা সাড়ে ১২টায় নতুন কমিটির সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।
গত বছর ২৯ অক্টোবর ইবি শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়। দীর্ঘ আট মাস পর গত ১৩ জুলাই মধ্যরাতে পূর্বের স্থগিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কার্যক্রম ফিরে পেয়ে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা সেমবার সকাল থেকে ক্যাম্পাসে দফায় দফায় আনন্দ মিছিল করছে। বেলা সাড়ে ১২টার দিকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে ফিরলে তাদেরকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেতাকর্মীরা।
পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘আমার এই অর্জন দলের সকল কর্মীদের প্রচেষ্টার ফল। কেন্দ্র থেকে প্রাপ্ত দায়িত্ব আমি পালন করবো। আগামী তিন মাসের মধ্যেই ইবি ছাত্রলীগের কমিটি সম্পন্ন করা হবে। দায়িত্ব দেওয়ার পরে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের দুই জনকে ডেকে এই নির্দেশনা দিয়েছে। সবার প্রচেষ্টায় এবং উপস্থিতিতে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’
কেআই/
আরও পড়ুন