ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চায় শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৬ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৫৫, ১৬ জুলাই ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে এক মানববন্ধনে তারা এসব দাবি জানায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বিভিন্ন কারণে অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয় বার ভর্তির সুযোগ দিলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী দ্বিতীয়বার সুযোগ পেয়ে ভর্তি হয়েছে; তাহলে কেন এবার শিক্ষার্থীরা বঞ্চিত হবে?

শিক্ষার্থীরা আরো বলেন, প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদের পছন্দের অন্যতম হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কারণে পারিবারিক বিপর্যয়, অসুস্থতা কিংবা দুর্ঘটনা জনিত কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারেনা। তার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়।

এদিকে মানববন্ধন শেষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটি অব্যহত রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি