ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে শাহবাগ অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:২৮, ১৮ জুলাই ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ কলেজের অধিভূক্তি বাতিল চেয়ে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনের মত রাজধানীর শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শাহবাগ মোড়ে অবরোধ করলে এতে রাজধানীর অন্যতম ব্যস্ত মোড়টি দিয়ে চতুর্মুখী যান চালাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা জানান, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কাজের চাপে তাদের সংশ্লিষ্ট প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। নিয়মিত পাঠদান, ফলাফল প্রকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষাবর্ষ জটের মধ্যে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্তি বাতিলের দাবি তোলেন বিক্ষোভকারীরা। সেই সাথে এ পর্যন্ত ঐ সব কলেজের শিক্ষার্থীদের যে সনদ দেওয়া হয়েছে সেগুলো ফেরত নিয়ে ভিন্ন রং ও নকশাসহ কলেজের নাম উল্লেখ করে তাদের আলাদা সনদ দেওয়ার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অন্যদিকে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা সাড়ে তিন ঘণ্টা নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। পরীক্ষার খাতা মূল্যায়ন যথাযথ না হওয়ার অভিযোগে ও মানোন্নয়নের নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা ঐ বিক্ষোভ করেন।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি