ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবিতে ছাত্রলীগের উদ্যোগে গতিরোধক নির্মাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ নেতাকর্মীদের নিয়ে এ গতিরোধক নির্মাণ করেন।

সরেজমিনে দেখা যায়,  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক একটি গতিরোধক নির্মাণ করা হয়। পর্যায়ক্রমে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল সংলগ্ন রাস্তায় আরও দুইটি গতিরোধক নির্মাণ করা হবে জানান। এ সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ হাতেই গতিরোধকগুলো নির্মাণ করে। 

পর্যাপ্ত জেব্রা ক্রসিং ও গতিরোধক (স্পিড ব্রেকার)  না  থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে যেকোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে শিক্ষার্থীরা এমন দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ উদ্যোগ নেয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন,  সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের যেকোন দাবিতে শাখা ছাত্রলীগ সবসময় পাশে আছে, থাকবে।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন,  বিশ্ববিদ্যালয়ের সামনে যানবাহনগুলো বেপরোয়া গতি চলার কারণে শিক্ষার্থীরা যেকোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে।  প্রশাসন যেহেতু কোন উদ্যেগে নিচ্ছে না তাই শাখা ছাত্রলীগের  উদ্যোগে গতিরোধক নির্মাণ করা হচ্ছে। 

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি