ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জবি’র সম্মেলনে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২০ জুলাই ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলনে সুলতান মো. ওয়াসি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রচন্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্র জানায়, অসুস্থ হয়ে পড়লে ওয়াসিকে প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং ইসিজি করানোর পর সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

মো. ওয়াসি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী ছিলেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন শনিবার বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বিকাল তিনটায়।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি