ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২১ জুলাই ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার সকালেই বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শনিবার অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেন। তারা বিক্ষোভ-সমাবেশের পাশাপাশি প্রায় দেড় ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। ঐ দিন দুপুরে অবরোধ তুলে নিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ সাত কলেজের কারণে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, ৩৭ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতেই ব্যর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে অতিরিক্ত আরও ২ লাখ শিক্ষার্থীর দায়িত্ব নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে প্রশাসন। এতে নির্ধারিত সময়ে পরীক্ষার ফলসহ যাবতীয় কাজ করতে পারছেনা বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

ঐ সাত কলেজের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে। ঐ কলেজসমূহের শিক্ষার্থীরাও নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিচ্ছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা তৈরী হচ্ছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এমএস/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি