ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার দাবি ইবি ছাত্রলীগের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করাসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রোববার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মতবিনিময়কালে এ দাবি জানায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সময় ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সাধারণ শিক্ষর্থীদের বিভিন্ন সমস্য সমাধানের কথা তুলে ধরেন। তারা ক্যাম্পসকে বহিরাগত মুক্ত রাখা, মেয়েদের হলে রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ গেট খোলা রাখা, ভর্তি ফিসহ বর্ধিত সকল ফি কমানোর দাবি জানান।

এ ছাড়াও ক্যাম্পসকে সম্পূর্ণ মাদকমুক্ত করা, হলের ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি করা, ইন্টারনেটের গতি বাড়ানো, চিকিৎসা কেন্দ্রের চিকিৎসার মান বৃদ্ধি, লোডশেডিং কমানো, বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার মান বৃদ্ধি ও হল গুলোতে সুপেয় পানির ব্যাবস্থা করার দাবি জানায়।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমান ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি