ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আতঙ্ক 

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:১৪, ২৯ জুলাই ২০১৯

দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় সর্বত্র আক্রান্ত ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।এমন পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে ডেঙ্গুর আতঙ্ক বিরাজ করছে।তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাসে এডিস মশার বিস্তার নেই।

খোঁজ নিয়ে জানা গেছে,এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় ক্যাম্পাস অভ্যন্তরে কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধও জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন,‘ডেঙ্গু বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন জায়গায় পানি জমে মশা বৃদ্ধি পাচ্ছে। একবার সংক্রমণ শুরু হয়ে গেলে তা বিরাট আকার ধারণ করতে পারে।’

তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী সম্পা সরকার ডেঙ্গুর বিষয়ে এ প্রতিবেদকের কাছে উদ্বেগ প্রকাশ করে বলেন,‘হলে মশার উপদ্রব বেড়ে গেছে।এখনও মশা নিধনে হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি।’

রাজশাহীতে এখনও ডেঙ্গুর প্রকোপ তেমন একটা দেখা যায়নি। তবে ক্যাম্পাসে ঝোপঝাঁড় থাকায় বিভিন্নস্থানে মশা বিস্তারের সুযোগ রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল।
 
বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ মেডিকেল অফিসার নাজিম উদ্দিন জানান, জ্বর নিয়ে অনেক রোগী তাদের কাছে চিকিৎসার জন্য আসলেও তাদেরকে ডেঙ্গু আক্রান্ত মনে হয়নি।তবে যারা ঢাকা থেকে আসছেন তাদেরকে সচেতন থাকতে হবে পরামর্শ দেন এ চিকিৎসক।

মশক নিধনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু বলেন,‘৯ শিক্ষার্থী আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি।তবে তারা বাইরে থেকে আক্রান্ত হয়ে ক্যাম্পাসে এসেছেন।এছাড়া ক্যাম্পাসে এডিস মশার বিস্তার নেই।তবুও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে প্রতিনিয়ত।ক্যাম্পাসে মশার বিস্তার রোধে বিভিন্নস্থানে ড্রেন পরিস্কার করা হচ্ছে।’
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি