ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শিক্ষকদের অপমানে রগ কেটে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১ আগস্ট ২০১৯

নিজ বিভাগের শিক্ষকদের দ্বারা অপমানিত হওয়ায় হাতের রগ কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরমান শাহরিয়ার নামে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। 

বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফজলুল হক মুসলিম হলে সার্জারিক্যাল ব্লেড দিয়ে রগ কেটে আত্মহত্যাচেষ্টা করেন তিনি।

ঢাবির পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরমান শাহরিয়ার। 

আহত ছাত্রের বন্ধুরা জানান, রাত ১২টার দিকে হাতের রোগ কেটে আত্মহত্যাচেষ্টা চালায় আরমান শাহরিয়ার। পরে ফজলুল হক মুসলিম হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

আরমানকে বিভাগের শিক্ষকরা সব শিক্ষার্থীর সামনে তাকে অপমান করেছে। এ কারণে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানান তার বন্ধুরা।

এ বিষয়ে জানতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শেখ নজরুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি