ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিএসবি ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১ আগস্ট ২০১৯

বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার  সকালে রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল করীম চৌধুরী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার নানামুখি  প্রসার ঘটছে। সেই বিশ্ব শিক্ষার সঙ্গে বাংলাদেশ কিভাবে তাল মিলিয়ে চলতে পারে, তার দিক নির্দেশনা এখনই দেওয়া প্রয়োজন। 


অনুষ্ঠানে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের স্টল অংশগ্রহণ করে। এসময় বিদেশে শিক্ষা ব্যবস্থার নানান দিক নিয়ে কথা বলেন বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। 


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশনসহ দেশি-বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। 

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি