ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শোকাবহ আগস্ট: বশেমুরবিপ্রবিতে কালো ব্যাচ ধারণ 

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:১১, ১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:৫০, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চলতি আগস্ট মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। এর অংশ হিসেবে আজ বৃহম্পতিবার (১ আগস্ট) সকালে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন নিজ কার্যালয়ে এ কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন মানবিক অনুষদের ডীন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহম্মেদ, হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি মো. আব্দুল মানান খান, এসিসিই বিভাগের সভাপতি ড. মো. কামরুজ্জামান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি জুবাইদুর রহমান, নতুন ছাত্রী হলের প্রাধ্যক্ষ সানজিদা পারভিন, সহকারী অধ্যাপক সোলায়মান হাসান, মো. ফায়কুজ্জামান মিয়া, প্রভাষক মনোয়ার হাসান, মো. হুমায়ুন কবির, জনসংযাগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম, সহকারী রজিস্ট্রার ফারজানা ইসলাম, সেকশন অফিসার (শাখা কর্মকর্তা) বিএম এহতেশামুল হক, সহকারী জনসংযাগ কর্মকর্তা নুরুন নাহারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি