ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাবির আবাসিক হলগুলো খোলা রাখার দাবিতে বিক্ষোভ

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৪৪, ৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খোলা রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের ২য় বৃহত্তম বিদ্যাপীঠ, হাজারো মেধাবীর আবাসস্থল। কিন্তু বছরে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো দীর্ঘ দিন বন্ধ থাকে যা শিক্ষার্থীদের পড়াশোনায় অন্তরায় হয়ে দাঁড়ায়। দেশে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যাবে সারা বছরে হলগুলো খোলা থাকে। কিন্তু রাবিতে কেন দীর্ঘদিন হল বন্ধ রাখতে হবে; এটা প্রশাসনের গাফিলতির জন্যই করা হচ্ছে। অনেক শিক্ষার্থীর বন্ধের পরেই পরীক্ষা আছে। তাহলে তারা কিভাবে প্রস্তুতি নিবে। দীর্ঘমেয়াদী আবাসিক হলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশ যখন অসাম্প্রদায়িতকতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সে সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে হাটছে। বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পড়াশোনা করে। তাহলে তারা এত দিন কি করবে। প্রশাসনকে অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৩৬৫ দিন খোলা রেখে শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান চর্চায় সহায়তা করুন।

বিক্ষোভ সমাবেশ শেষে প্রাধ্যক্ষ পরিষদের আহব্য়াক অধ্যাপক সাবিনা সুলতানার কাছে আবসিক হলগুলো ৮-২৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলে স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি