ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে আজ

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:১৯, ১৮ আগস্ট ২০১৯

পবিত্র ঈদ উল আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছুটি শেষে আজ রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে আজ প্রশাসনিক কার্যক্রম চালু হলেও মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম চালু হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ায় গতকাল শনিবার থেকেই ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে আজ রোববার থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও ২০ আগস্ট মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু হবে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়টিতে এ ছুটি শুরু হয়। 

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি