ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জাতীয় শোক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি`তে শোক র‌্যালী

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৬:৫৮, ২১ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ মাসব্যাপী পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য  প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে শোক র‌্যালীটি দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম.এ. সাত্তার, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, মানবিকী অনুষদের ডিন আশিকুজ্জামান ভূঁইয়া, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. শেখ আশিকুর রহমান প্রিন্স, রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গােলাম হায়দারসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি