ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বান্ধবীর পর্নগ্রাফি মামলায় রাবি শিক্ষার্থী গ্রেফতার

রাবি প্রতিনিধি: 

প্রকাশিত : ২২:০৪, ২৮ আগস্ট ২০১৯

বান্ধবীর করা পর্নগ্রাফি মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে গেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত খালিদ বিন ওয়ালিদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র এবং শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গাছে।

মতিহার থানা সূত্রে জানা যায়, খালিদ তার বান্ধবীর অশ্লীল ছবি ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন জনের কাছে শেয়ার করেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে খালিদের বিরুদ্ধে তার বান্ধবী পর্নগ্রাফি আইনে মামলা করেন। এসময় মামলার এজাহারে ভুক্তভোগী খালিদের নাম উল্লেখ করেন। ওই মামলায় রাতেই তাকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বান্ধবীর করা পর্নোগ্রাফি মামলায় তাকে (খালিদ) গ্রেফতার দেখানো হয়েছে। রাতে তাকে থানায় রাখা হয়েছিলো। পরে বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি