ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

খুবির ষষ্ঠ সমাবর্তন আগামী ২২ ডিসেম্বর  

খুবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৪৩, ২ সেপ্টেম্বর ২০১৯

খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) ষষ্ঠ সমাবর্তন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।এই সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে  আগামী ২২ ডিসেম্বর রোববার বেলা আড়াইটায় এ অনুষ্ঠান শুরু হবে।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তনে অংশগ্রহণের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।চলতি বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে যেসকল শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে তারাই এই ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।শুধুমাত্র অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাবে।

বিস্তারিত তথ্যাদির জন্য-০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বর মোবাইল ফোনে অফিস চলাকালীন সময়ে(সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।এছাড়া এ সংক্রান্ত যাবতীয় তথ্য  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd তে পাওয়া যাবে।
কেআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি