ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নিজের সিট ছেড়ে গণরুমে উঠলেন ডাকসু নেতা

ঢাবি সংবাদদাতা 

প্রকাশিত : ২০:৫৬, ২ সেপ্টেম্বর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ'র (ডাকসু)সদস্য তানবীর হাসান সৈকত আবাসিক হলের বৈধ সিট ছেড়ে গণরুমে থাকার ঘোষণা দিয়েছেন।সৈকত বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী।বিষয়টি নিয়ে গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

জানা যায়, সৈকত ইতোমধ্যে গণরুমে থাকা শুরু করেছে।কবি জসীম উদ্দীন হলের ২০৮নং রুমে প্রথমবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে থাকবে সৈকত।

সৈকত ফেসবুক স্ট্যাটাসে বলেন, প্রশাসন যতদিন পর্যন্ত গণরুম নিয়ে দৃশ্যমান পদক্ষেপ না নেবে,ততদিন থাকব।এটা আমার প্রতিবাদের ভাষা।

ফেসবুক স্ট্যাটাসটি তিনি লিখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে গণরুম একটি বড় সমস্যা।ডাকসুর নির্বাচনে সবগুলো প্যানেলেরই ইশতেহারের বড় জায়গাজুড়ে গণরুম সমস্যা সমাধান নিয়ে কথা ছিল।আমি নিজেও গণরুম সমস্যা সমাধানের কথা বলে ভোট চেয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য এতদিনে গণরুম সমস্যার কোন সমাধানে পথ তৈরি করতে পারিনি।কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সমস্যার কোন সমাধানের চেষ্টাও করেনি। 

আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীই মেধাবী, তাদের সুযোগ দিলে তারা তাদের মেধা ও মননের পরিচয় ঘটাতে সক্ষম হবে।গণরুমে কেন নষ্ট হবে আমাদের সোনার ছেলেদের মেধা? আমি মনে, করি গণরুমই তাদের মেধার বিকাশ ঘটাতে প্রথম বাঁধা হয়ে দাঁড়ায়।

যেহেতু, ছাত্রদের একজন প্রতিনিধি হয়েও এতদিনে এই সমস্যার কোন সমাধান করতে পারিনি তাই আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী।একই সঙ্গে আমি আজ থেকে গণরুমে থাকার সিদ্ধান্ত নিয়েছি, আর আমার নিজের লিগ্যাল সিটে প্রতিদিন একজন করে গণরুম থেকে ছাত্র ঘুমাবে যদিও আমি ইতিমধ্যে একজন ছাত্রকে আমার সঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছি, আমি একা এক সিটে ঘুমাইনি।যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন গণরুম সমস্যার দৃশ্যমান কোন সমাধান করছে এবং একই সঙ্গে গণরুমে থাকাটা আমার প্রতিবাদের একটি ভাষা।প্রয়োজনে একাই লড়াই করে যাবো'
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি