ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাবি ভিসির কার্যালয় অবরুদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৩ সেপ্টেম্বর ২০১৯

গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের কার্যালয় অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।

মঙ্গলবার সকাল আটটা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন তারা। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের স্বার্থে গাছ কেটে হল নির্মাণ শুরু করা হয়েছে। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি