ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৫, ৩ সেপ্টেম্বর ২০১৯

মোটরসাইকেল দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী নাম সাজ্জাদ সুফল।সুফল বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

জানা গেছে, বাইকে করে বিশ্ববিদ্যালয়ে আসার পথে মুখোমুখি এক মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়  সাজ্জাদ সুফল।এরপর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। 

নিহত শিক্ষার্থী ত্রিশাল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের ছেলে।  

মঙ্গলবার(৩ সেপ্টেম্বর)দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় সুফল। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি