ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নোবিপ্রবি`র শিক্ষক সমিতির কর্মবিরতি স্থগিত

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:০৪, ১১ সেপ্টেম্বর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পূর্বঘোঘিত অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে শিক্ষক সমিতি। বুধবার বিকেলে শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসিন ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন এর সঙ্গে দীর্ঘ বৈঠক এর প্রেক্ষিতে প্রশাসন কর্তৃক প্রদও সন্তোষজনক নিশ্চয়তাকে আস্থায় সঙ্গে দেখে এবং সুনির্দিষ্ট অগ্রগতি পর্যালোচনার পর এবং সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক জীবনের কথা বিবেচনায় নিয়ে নোবিপ্রবি শিক্ষক সমিতির কার্যত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 আশার আলো যে প্রশাসন অতিদ্রুত উদ্ভূত সমস্যার সমাধান এনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যাক্ত করে বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে যদি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদেরকে বিচারের আওতায় না আনা হলে, কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চরণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি