ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাককানইবিতে গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

জাককানইবি সংবাদদাতা 

প্রকাশিত : ০০:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর অধীনে গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল নজরুল ইন্সটিটিউটের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক  ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নজরুল সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে পাঁচ শিক্ষার্থী গবেষকের ভিন্ন ভিন্ন পাঁচটি গবেষণার উপর সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিভাগের শিক্ষকগণ তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। পাঁচ শিক্ষার্থী গবেষক এর মধ্যে রয়েছেন-বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আব্দুল্লাহ আল মামুন, চারুকলা বিভাগের মো. মানিক মিয়া, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের মো. তারেকুল ইসলাম, মো. মাহফুজুর রহমান, ও সঙ্গীত বিভাগের উর্মিলা ভৌমিক।
এ সময় নজরুল ইন্সটিটিউট এর উপ-পরিচালক রাশেদুল আনাম, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির অর্থায়নে প্রতিবছর এই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়।
এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি