ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কেন্দ্রীয় ছাত্রলীগের অভিযোগ ভিত্তিহীন: জাবি ভিসি

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ২০:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পে টাকার ভাগবাটোয়ারা নিয়ে ভিসি ও শাখা ছাত্রলীগ জড়িত বলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবী করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফারজানা ইসলাম। 

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ভিসির বাস ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় ভিসি আরও বলেন, বিষয়টি সরকার প্রধান জানেন। এছাড়া বিষয়টি তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।

উলেখ্য, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পে কেন্দ্রীয় ছাত্রলীগের চাঁদা দাবী করেছেন ভিসির বরাত দিয়ে গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সকলের নজরে আসে। তবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উল্টো ভিসি ও তার পরিবার এবং বিশ্বদ্যিালয় শাখা ছাত্রলীগ জড়িত বলে দাবী করেন। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি