ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবি ছাত্রলীগ নেতার বিচারের দাবিতে আল্টিমেটাম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিয়োগ বাণিজ্যের সঙ্গে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকির জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে এ বিক্ষোভ প্রদর্শন করে ইবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটামও দিয়েছে তারা।

এদিন ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীরা দলীয় ট্রেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। পরে তা ক্যম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ হওয়া সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু ও তৌকির মাহফুজ মাসুদ। 

এছাড়াও বিক্ষেভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাবেক উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের আল মাহমুদ প্রমুখ।

মিছিল শেষে রাকিবের বিচারের দাবিতে উপাচার্যের অনুপস্থিতে উপ-উপাচার্যের সঙ্গে দেখা করেন নেতাকর্মীরা। এসময় তারা তার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। ২৪ ঘন্টার মধ্যে রাকিবের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেন বিদ্রোহী নেতারা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আমরা এ বিষয়টি নিয়ে বসব। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোন কার্যক্রমের স্থান এ বিশ্ববিদ্যালয়ে নেই। 

এদিকে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে ড্রাইভার নিয়োগ বাণিজ্যের অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, ছাত্রলীগ সস্পদকের বিরুদ্ধে যে ড্রাইভার নিয়োগের অভিযোগ এসেছে তার প্রথমিক সত্যতা যাচাইয়ের কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ে ড্রাইভার নিয়োগের কোন কার্যক্রম চলছে কিনা তা পরিবহন প্রশাসকের কাছে লিখিতভাবে জানতে চেয়েছি।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের কথোপকথোনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় দৈনিকে প্রকাশ হয়। অডিওতে ড্রাইভার নিয়োগ বাণিজ্যে ও ৪০ লাখ টাকা দিয়ে সম্পাদক হওয়ার বিষয়টি উঠে আসে। এর আগে একই অভিযোগে তাকে এবং বর্তমান কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি