ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রহিম সম্পাদক সবুজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ- ২০১৯-২০ গঠন করা হয়েছে। এতে একুশে টেলিভিশন অনলাইনের আব্দুর রহিমকে সভাপতি ও বাংলা ট্রিবিউনের মিজানুর রহমান সবুজকে সাধারণ সম্পাদক করে করা হয়েছে।

বৃহস্পতিবার সমিতির এক সাধারণ সভায় পূর্বের পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মামুন এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুজন শেখ (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক আল আমিন আকাশ (এগ্রিভিউ), দপ্তর-প্রচার সম্পাদক হিমেল শাহরিয়ার (দৈনিক অধিকার), উপ-দপ্তর সম্পাদক হাসিব আল আমিন (ক্যাম্পাস টাইমস), অর্থ সম্পাদক মাইনুদ্দিন পাঠান (ডেইলি সান), প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক রিপন চন্দ্র শীল (ভোরের ডাক) এবং কার্যকরী সদস্য আছেন আব্দুল কবির ফারহান (দৈনিক আমাদের সময়), সাবিহা তাসমিম (ইউনিভার্সিটি টাইমস)।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি