ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুদুর ফাঁসির দাবি ও কুশপুত্তলিকা দাহ করলো ঢাকা কলেজ ছাত্রলীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ১৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ । আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিরপুর রোড দিয়ে সাইন্সল্যাব মোড় হয়ে ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। 

এসময় শামসুজ্জান দুদুর কুশপুত্তলিকা দাহ করা হয়। ছাত্রলীগ নেতারা বিএনপির এই নেতার গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, দ্রুত তার বিচার কার্যকর না করলে আন্দোলন আরো কঠোর হবে।

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু গতকাল বুধবার ১৮ বনানীর নিজ বাসভবনে বেসরকারি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনারও বিদায় হবে’। 

এ ব্যক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ এনে দুদুর বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা দায়েরের আবেদন করেছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাহি।
আই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি