ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০২, ২২ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার(২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন চারুকলা বিভাগের শিক্ষার্থী আফসানা বাঁধন, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শফিক বাপ্পি, হারুনুর রশিদ প্রমুখ। মানববন্ধন শেষে ভাষ্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা জানান,বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা যখন দুর্নীতিবাজ উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে আন্দোলন করছে তখন প্রশাসন স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করছে।সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো হামলা সারাদেশের শিক্ষার্থীরা মেনে নেবে না।সারাদেশের সাধারণ শিক্ষার্থীরা এসব অন্যায়কে প্রতিহত করবে।

দুর্নীতিবাজ উপাচার্যের পদত্যাগ এর দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মানা হলে জাককানইবির শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।
কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি