ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নবনির্বাচিত নোবিপ্রবিসাস কমিটির সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৯, ২২ সেপ্টেম্বর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ড. দিদার-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবনির্বাচিত কমিটির সদস্যরা। রোববার (২২ সেপ্টেম্বর) উপাচার্যের দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য নবনির্বাচিত কমিটির সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। বিশ্ববিদ্যালয়ের ভালো-মন্দ দিকগুলো তোমাদের মাধ্যমেই উঠে আসবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান।

এ সময় সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজসহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি