ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর নোবিপ্রবিতে চালু হচ্ছে ছাত্রী হল

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২৩ সেপ্টেম্বর ২০১৯

দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চালু হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) হলটি চালু হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে ২০১৪ সালের ডিসেম্বরের দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দুটির নির্মাণ কাজ শুরু হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কাজ সম্পূর্ণ না হওয়ায় হলটির কার্যক্রম এতদিন চালু করেনি কর্তৃপক্ষ।

এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৬৫০ জন শিক্ষার্থী থাকতে পারবেন। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি