ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্লোবাল ক্লাইমেট উইক উপলক্ষে ববিতে চিত্রপ্রদর্শনী

বরিশাল বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত : ২১:০২, ২৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গ্লোবাল ক্লাইমেট উইক এর কার্যক্রম এর অংশ হিসেবে টার্মাইট সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের এর আয়োজনে প্লাকার্ড এবং চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।  

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপের অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করে টার্মাইট সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়। প্লাকার্ড এবং চিত্রপ্রদর্শনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুব্রত কুমার , শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া, ইউনিসেফ কর্মকর্তা জলিল আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী।

প্লাকার্ড এবং চিত্রপ্রদর্শনীতে সম্পূর্ণ প্লাষ্টিক ফ্রি পাট এবং বাঁশের নানাবিধ ব্যবহার ছিলো দর্শনীয়।এই প্রদর্শনীতে পরিবেশ সম্পর্কে সচেতনতামূলক নানা চিত্রকল্প প্রদর্শিত হয়।অনুষ্ঠানে উপস্থিত হয়ে জলবায়ু পরিবর্তনরোধে একাত্মতা প্রকাশ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল চিফ দিপু হাফিজুর রহমান। টার্মাইট এর সভাপতি আরিফ জোবায়েদ এর উপস্থিতিতে দুপুর ১টায় প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা
করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি