ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা 

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড.গাজী মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ড. ফারুক উদ্দিন। 

অনুষ্ঠানে ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, দাবা, এথলেটিক্স এই ৮টি ইভেন্টে ২০টি ক্যাটাগরিতে ২০৫ জনকে পুরস্কৃত করা হয়। ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কৃষি বিভাগ এবং রানার্সআপ হয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

উল্লেখ্য,আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক দায়িত্ব পালন করেন শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি