ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঢাকা কলেজে শিক্ষক পরিষদের অভিষেক

ঢাকা কলেজ সংবাদদাতা

প্রকাশিত : ২২:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অভিষেকে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।

জানা যায়, গত ২০ জুলাই ঢাকা কলেজ শিক্ষক পরিষদ-২০১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র মোতাবেক এই কমিটি আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন করবে৷ নির্বাচিতরা অভিষেকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ.ক.ম. রফিকুল আলম, কোষাধ্যক্ষ পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ওবায়দুল করিম, সম্পাদক (ক্রীড়া ও বিনোদন) পদে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আসমা আক্তার, সম্পাদক (সেবা ও প্রকাশনা) পদে ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহেদ শাহান, নির্বাহী সদস্য পদে শামীম আহমেদ ও মামুনুর রশীদ নির্বাচিত হন ৷ 

অভিষেক অনুষ্ঠানে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তব্যে তারা শিক্ষক পরিষদকে প্রশাসন বান্ধব না হয়ে শিক্ষক বন্ধব হওয়ার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন বিভাগের অভ্যন্তরীণ সমস্যা, প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সেমিনারের অর্থ অন্য খাতে ব্যয় করাসহ জ্যেষ্ঠতার ভিত্তিতে আর্থিক কমিটির দায়িত্ব বন্টন, ভবিষ্যত কর্মপরিকল্পনা ও তিন মাস পর পর সাধারণ সভা করার আহ্বান জানান৷ 

নবনির্বাচিত শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার তার বক্তব্যে বলেন, ‘বর্তমান শিক্ষক পরিষদ সৎ এবং সততার সাথে দায়িত্ব পালন করবে৷ শিক্ষকদের বার্ষিক প্রীতিভোজ ও বনভোজন, শিক্ষকদের জন্য ইনডোর গেমের ব্যবস্থাসহ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে শিক্ষক পরিষদ।’ এছাড়া প্রশাসন ও শিক্ষকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন বলেও জানান তিনি৷

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘আমি প্রথমে একজন শিক্ষক তারপর অধ্যক্ষ। শিক্ষকদের সমস্যা সমাধানে আগেও কাজ করেছি এখনও তা চলমান থাকবে।’ অধ্যক্ষের মনতুষ্ট না করে শিক্ষকদের সমস্যা সমাধানে কাজ করার জন্য শিক্ষক পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি