ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইবিতে চুয়াডাঙ্গা জেলা কল্যাণের সভাপতি মুরাদ, সম্পাদক তৌফিক

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চুয়াডাঙ্গা জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মুরাদ হোসেনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের তৌফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার চুয়াডাঙ্গা জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুল হাসান অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি এস. এম আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইজাজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রাপ্ত, কোষাধ্যক্ষ মারুফুল ইসলাম, দফতর সম্পাদক রিজভি আহমেদ, প্রচার সম্পাদক যুবাইর, ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ইশিতিয়াক রিয়াদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদুল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কৌশিক, তথ্য বিষয়ক সম্পাদক রিশন, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক অংকন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাদিয়া স্বর্ণা প্রমুখ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি