ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি)দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাহফিলে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। 
এসময় দেশ ও জাতির জন্য অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধির উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড.আ স ম শোয়াইব আহমেদ। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, সহকারী প্রক্টর ড. নাসিমুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা। 
উল্লেখ্য,শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। এর অংশ হিসেবে শুক্রবার এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি