ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে ইবিতে ছাত্রলীগের শোভাযাত্রা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা করেছে। শনিবার দুপুর ২টার দিকে ক্যাম্পাসে এ আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা বের করে। 

প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে আনন্দ র‌্যালি বের করে। আনন্দ র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 

এ সময় আনন্দ র‌্যালিতে তৌকির মাহফুজ মাসুদ, জুবায়ের আল মাহমুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দীকি আরাফাতসহ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে আনন্দ র‌্যালি ও শোভাযাত্রায় অংশ নেয়।

শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা জানান, রোববার দেশরত্নের ৭৩তম জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে ৭৩টি বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হবে। এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা কোন কেক কাটেনি।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি